হোম > অপরাধ > ঢাকা

শ্রীপুরে কলেজছাত্র ফরিদ হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামি ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার পল্লি বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ইমরান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যমতে, গত ২১ মে রাতে আনসার টেপিরবাড়ি মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক কলেজছাত্র গুলিতে নিহত হন। সেই মামলার এজাহার নামীয় আসামি ইমরান। তাঁকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাঁর দেওয়া তথ্য মতে, তাঁর বাসার ওয়ারড্রপ থেকে একটি পিস্তল, দুটি তাজা গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। 

উল্লেখ্য, গত ২১ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৮টার দিকে শ্রীপুর উপজেলার আনসার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গুলির ঘটনায় ফরিদ নামে এক কলেজছাত্র নিহত হন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির