Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু 

নারায়ণগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় শাকিল আহমেদ (৩৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি। এর আগে একই দিন কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। 

মৃত শাকিল আহমেদ পাবনার সাইফুল ইসলামের ছেলে। 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন বলেন, গত ২৪ জানুয়ারি রাতে ডাকাতিকালে স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরদিন ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে পাবনার আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা চলমান রয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানায় দায়ের করা ডাকাতি মামলায় গত ২৫ জানুয়ারি শাকিল আহমেদকে গ্রেপ্তার করে কারাগারে আনা হয়। ডাকাতি করাকালে ধরা পড়ায় মারধরের শিকার হন তিনি। তাঁকে কারাগারে পাঠানোর সময় চিকিৎসা শেষে ওষুধপত্র দেওয়া হয়েছিল। প্রতিদিনই তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

জেল সুপার আরও বলেন, শুক্রবার রাতেও তাঁকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে শাকিল আহমেদকে কারাগারে নিয়ে আসা হয়েছে। আজ সকালে পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সেই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস