হোম > সারা দেশ > ঢাকা

৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

ঢাবি সংবাদদাতা

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন ৪৬ বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের সামনে থেকে তারা এ পদযাত্রা শুরু করেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। এখানে আধা ঘণ্টার মতো অবস্থান করেন তারা। এখান থেকে চাকরি প্রার্থী এ আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা বরাবর প্রতিনিধি পাঠানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ নিরাপত্তার ইস্যু দেখিয়ে অনুমতি দেয়নি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম তাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবেন বলে আশ্বাস দেন। এ আশ্বাসের পর তারা এ পদযাত্রা কর্মসূচি স্থগিত করে।

৪৬ বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ আবদুল কাদের বলেন, আগামীকাল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সশরীরে আমাদের ৫-৭ জন প্রতিনিধি যাবেন। তারা প্রধান উপদেষ্টার হাতে স্মারকলিপি দেবেন। বাকিরা পিএসসির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

আবদুল কাদের জানান, ৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে গত কয়েক দিন থেকেই আন্দোলনরত করে আসছেন তারা। আজ মঙ্গলবার সকাল থেকেই পিএসসির সামনে জড়ো হন তারা। পরে দুপরে সেনাবাহিনীর মধ্যস্থতায় পিএসসির সঙ্গে আলোচনায় বসে আন্দোলনকারীরা।

আবদুল কাদের বলেন, ‘পিএসসি থেকে পরীক্ষা পেছানো অসম্ভব বলে জানানো হয়। তারা স্লট ফাঁকা না থাকা, প্রশ্নের গোপনীয়তা নিয়ে আশঙ্কাসহ নানা অজুহাত দেখান। আমাদের এ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আমরা ফিরে এসে সড়কে অবস্থান করি। পরে রাত ৮টার দিকে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি শুরু করি।’

আন্দোলনকারীদের মধ্য থেকে সানি সরকার বলেন, ‘৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয় গত বছরের ২২ ডিসেম্বর। ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখনো অর্ধেক প্রার্থীর ভাইভা শেষ হয়নি। এভাবে এক বছর সময় লাগবে ৪৪ তম বিসিএসের ভাইভা শেষ করতে। এর মধ্যে আগামী ৮ মে ৪৬ তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী ৪৬-এর লিখিত দেবে। কয়েকটা ব্যাচ একত্রিত হয়ে যাওয়ায় জট তৈরি হচ্ছে। আমরা চাই একটা ব্যাচের কার্যক্রম সম্পন্ন করে আরেকটা শুরু করা হোক। এ জট নিরসন করে তারপর পরীক্ষার আয়োজন করুক।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত