হোম > অপরাধ > ঢাকা

রুট পরিবর্তন করে নৌপথে ঢাকায় আসছে ইয়াবা: ডিএনসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রুট পরিবর্তন করে ঢাকায় ইয়াবার চালান ঢুকছে। নিয়মিত বিমান ও স্থলপথে ইয়াবা আসলেও মাদক কারবারিরা তাঁদের রুট পরিবর্তন করে এখন নৌপথকে বেশি ব্যবহার করছেন। মাদক কারবারিরা ঢাকার আশপাশের জেলায় ইয়াবা মজুত করেন। এরপর সুযোগ বুঝে নৌপথে ঢাকায় চালান পাঠান। 

আজ শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অতিরিক্ত পরিচালক ও বিভাগীয় প্রধান মো. মজিবুর রহমান পাটওয়ারী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে গতকাল সদরঘাট এলাকা থেকে ডিএনসির ঢাকা মহানগর উত্তরের একটি টিম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন ফাতেমা (৩৫) ও মোছা. মমিনা বেগম (২০)। তাঁদের কাছ থেকে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই নারীর বাড়ি কক্সবাজারের টেকনাফে। 

মজিবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে তাঁরা টেকনাফ থেকে প্রথমে ইয়াবার চালান নিয়ে চাঁদপুরে আসেন। পরবর্তীকালে লঞ্চে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। তাঁদের সঙ্গে থাকা লাগেজের বিশেষ চেম্বারে ইয়াবাগুলো  লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা একই পদ্ধতি অবলম্বন করে একাধিক ইয়াবার চালান ঢাকায় নিয়ে এসেছেন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫