হোম > অপরাধ > ঢাকা

বিটিআই প্রতারণা: ডিএনসিসির সাবেক-বর্তমান ৩ কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জৈব কীটনাশক বিটিআই (ব্যাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে জালিয়াতির ঘটনায় টেন্ডার মূল্যায়ন কমিটির তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল সোমবার এই তিন কর্মকর্তাকে শোকজ করা হয়। এতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। 

চিঠিতে টেন্ডার প্রক্রিয়ায় পিপিআর অনুযায়ী সব কাগজপত্র দেখে মূল্যায়ন হয়েছে কিনা এবং পিপিআর–এর কোনো ব্যত্যয় হয়েছে কিনা এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। 

কারণ দর্শানোর নোটিশ পাওয়া তিন কর্মকর্তা হলেন, ডিএনসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, বর্তমান প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস ও বর্তমান সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল। 

এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার ডিএনসিসির অবসরপ্রাপ্ত সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জোবায়দুর রহমান বলেন, তিনি এখনো কারণ দর্শানোর নোটিশ হাতে পাননি। আর রমেন্দ্র নাথ বিশ্বাসকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। 

একই ঘটনায় এক চীনা নাগরিকসহ বিটিআই সরবরাহকারী ৪ কর্মকর্তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছে ডিএনসিসি। ক্রয় চুক্তি অনুযায়ী আমদানি না করায় মামলা করা হয়েছে মার্শাল অ্যাগ্রোভ্যাট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক মো. আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ ও চীনা নাগরিক লি কিউইয়াংয়ের বিরুদ্ধে। গতকাল রাতে ডিএনসিসির সহকারী ভান্ডার ও ক্রয় কর্মকর্তা রাহাত আল ফয়সাল বাদী হয়ে এ মামলা করেন। 

কারণ দর্শানোর চিঠি দেওয়া কর্মকর্তার মামলার বাদী হওয়ার বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা তিনি করতেই পারেন। কারণ তিনি ভান্ডার ও ক্রয় সেকশনের অফিসার। আমরা শোকজ করে তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছি, ব্যাখ্যায় ত্রুটি-বিচ্যুতি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের সিদ্ধান্তে এটা করা হয়েছে। আমাদের আইনজীবী জানিয়েছেন, এতে কোনো অসুবিধা হবে না।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫