কিশোরগঞ্জের বাজিতপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে একটি ছিনতাইকারী চক্র। আজ বুধবার সরারচর বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকা থেকে সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
অটোরিকশা চালকের নাম মনির মিয়া (১৫)। তিনি বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামের সাইফুল ইসামের ছেলে।
নিহতের নানি সালেহা বেগম জানান, গত মঙ্গলবার বিকেলে মনির অটোরিকশা নিয়ে বের হয়। রাত ৮টায় বাড়ি না আসলে তার মোবাইলে কল দেয়। মোবাইল বন্ধ পেলে গ্যারেজে কল দিলে তাঁরা জানান মনির আসেনি। রাতে বিভিন্ন খোঁজাখুঁজি করেও স্বজনেরা পাননি। পরে সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে রাতের ওই চালকের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।