Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে গ্রাম পুলিশকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনিতে গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে (৫৫) কুপিয়েছে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নতুন চরদৌলতখান গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার নতুন চরদৌলতখান গ্রামের মৃত আদম সরদারের ছেলে ও চরদৌলতখান ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার নুরুল আমিন বাদশা। তিনি আজ বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নতুন চরদৌলতখান গ্রামের হাতেম সরদারের বাড়ির সামনে এলে একদল দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। 

এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গ্রাম পুলিশ নুরুল আমিন বাদশাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা হতে পারে। ইতিমধ্যেই পুলিশ অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে। তা ছাড়া এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ টহল দিচ্ছে।

রমজানে ১০ টাকা লিটার দুধ বিক্রি করছে জেসি এগ্রো

প্রাণিসম্পদের পণ্য শেষ এক ঘণ্টায়, ক্রেতারা ফিরছেন খালি হাতে

শরীয়তপুরে ডাকাতদের সঙ্গে সংঘর্ষ: আরও এক লাশ উদ্ধার, নিহত বেড়ে ৫

কুমিল্লার সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

র‍্যাবের মাদকের মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক