Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময়ে এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক যুবকের নাম মো. সোহান শিকদার (২৪)। তিনি সাভার উপজেলার আলী আকবর শিকদারের ছেলে। 

এ সময় তাঁর কাছ থেকে পুলিশ লেখা একটি ট্রাকস্যুট, একটি মোটরসাইকেল, একটি সোল্ডারলাইট, একটি টর্সলাইট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-২-এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে আটক করা হয়। 

শিহাব করিম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু দুষ্কৃতকারী পুলিশের পরিচয় ব্যবহার করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন রোডে অভিযান চালিয়ে পুলিশের ট্রাকস্যুট, রিফ্লেস্টিং ভেস্ট পরিহিত অবস্থায় ভুয়া পুলিশ মো. সোহান শিকদারকে আটক করা হয়। সোহান বাংলাদেশ পুলিশের একজন সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে আসছিলেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ