গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুশান্ত মন্ডল (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুশান্ত ঘোষেরচর এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন দরজি।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মলয় মন্ডল, উজ্জ্বল মন্ডল, মৃণাল মন্ডল, অমর মন্ডল ও সরস্বতী মন্ডলের সঙ্গে জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলছিল সুশান্ত মন্ডলের। মঙ্গলবার সুশান্ত তাঁর বাড়ির জমিতে ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। এরই জেরে রাত ১০টার দিকে লাঠিসোঁটা নিয়ে সুশান্তর ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।
প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন সুশান্ত। এ সময় তাঁর পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে সুশান্তকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের উদ্দেশে রওনা হয়। সেখানে যাওয়ার পথে রাত আড়াইটার দিকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়। পরে লাশ নিয়ে স্বজনেরা গোপালগঞ্জ সদর থানায় এসে হাজির হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।