Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

সাতটি গাড়ি ভাঙচুর, মাদকাসক্তকে গণধোলাই দিল স্থানীয়রা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাতটি গাড়ি ভাঙচুর, মাদকাসক্তকে গণধোলাই দিল স্থানীয়রা

মাদকের টাকা না পেয়ে রাস্তায় বেরিয়ে তিনটি সিএনজিচালিত অটোরিকশা এবং চারটি মোটরসাইকেল ভাঙচুর করলেন এক মাদকাসক্ত যুবক। পরে স্থানীয়রা তাঁকে গণধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুরে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়কে। 

স্থানীয়রা তাঁকে ধরে মারধর করে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। পুলিশ এসে যুবকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাঁকে চিকিৎসা দিয়ে সুস্থ হওয়ার পর থানায় হস্তান্তর করতে বলে চলে গেছে। 

অভিযুক্ত যুবক মো. আজিজুল ইসলাম বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার মো. হানিফ মিয়ার ছেলে। তিনি নিয়মিত মাদক সেবন করে এলাকায় মাতলামি করে বেড়ান বলে স্থানীয়রা জানিয়েছেন। 

বরকুল গ্রামের আশরাফ হোসেন মোল্লাহ্ বলেন, ‘বরমী থেকে বাড়ি ফেরার পথে পাইটালবাড়ি এলাকায় পৌঁছামাত্র লাঠি দিয়ে আমার মোটরসাইকেলে আঘাত করে। এর আগে বেশ কয়েকটি সিএনজি ও মোটরসাইকেল ভেঙে ফেলে। প্রতিবাদ করায় অনেককেই মারধর করেছে।’ 

স্থানীয় মুদি দোকানি আইনাল হক বলেন, ‘সে নেশা করে সারা রাত মাতলামি করে বেড়ায়। তার অত্যাচারে আমরা আজ অতিষ্ঠ। পুলিশ এসেও আজ তাকে নেয়নি। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে চিকিৎসা শেষে পুলিশে দেওয়ার বিষয়ে কোনো আপত্তি নেই তার পরিবারের সদস্যদের।’ 

অভিযুক্ত যুবকের বাবা বলেন, ‘আমার ছেলে মাদকের টাকার জন্য প্রায় প্রতিদিন কোনো না কোনো অঘটন ঘটায়। আমরা তার সঙ্গে পেরে উঠতে পারছি না। ছেলেকে আমরা নিজেরাই আইনের হাতে তুলে দিব। আজও নেশার টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেছে।’ 

বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘আজিজুল এলাকার চিহ্নিত মাদকসেবী। আজ মাদকের টাকার জন্য এই সড়কে চলাচলকারী বেশ কয়েকটি অটোরিকশা ও মোটরসাইকেল ভেঙে ফেলেছে। আমি এ বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি।’ 

এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক এএসআই সাজিদ আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে মারধরের চিহ্ন পাওয়া যায়। তার আঘাত গুরুতর। চিকিৎসা করে থানায় হস্তান্তরের কথা বলা হয়েছে।’

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে