হোম > অপরাধ > ঢাকা

ধর্ষণে ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ ভাশুরের বিরুদ্ধে

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ভুক্তভোগী ওই গৃহবধূর ভাশুর আব্দুল কাদের ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূ। এর আগে গত শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘আমার স্বামী একজন সিঙ্গাপুর প্রবাসী। দীর্ঘদিন ধরে আমার স্বামী প্রবাসে থাকায় আমার ভাশুর আব্দুল কাদের আমার প্রতি তার কুনজর পরে। বিষয়টি আমি বুজতে পেরে তাঁকে এড়িয়ে চলি। কিন্তু মাঝে মধ্যে আমার ঘরে এসে আমাকে কুপ্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ভাশুর আব্দুল কাদের আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়টি আমি আমার শ্বশুর ও শাশুড়িকে জানাই। শ্বশুর শাশুড়ি উল্টো আমাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে এলাকার মাতব্বরদের সহায়তায় বাড়ি আসি।’

তিনি আরও বলেন, ‘গত শুক্রবার দুপুরে আমাকে ঘরে একা পেয়ে আমার ভাশুর ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমার চিৎকার শুনে আমার শ্বশুর শাশুড়ি এসে তারা মিলে লাঠি দিয়ে আমাকে মারপিট করে আহত করে। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতাল ভর্তি করেছে।’

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল কাদেরের মোবাইল কল করেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ওই ভুক্তভোগী নারীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত