হোম > অপরাধ > ঢাকা

শাহজালালে ৮০ হাজার সৌদি রিয়ালসহ সিঙ্গাপুরগামী যাত্রী গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ মো. আসাদুজ্জামান নুর নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দরের বোর্ডিং পাস এলাকা থেকে আজ শনিবার সকালে ওই যাত্রীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।

গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে ৫০০ সৌদি রিয়াল মানের ১৬০টি নোট জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিমানবন্দরে ৮০ হাজার সৌদি রিয়ালসহ আসাদুজ্জামান নামের একজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা থেকে বিজি-০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশে ভোর সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রবেশ করেন।’

তিনি বলেন, ‘বোর্ডিং পাস সংগ্রহের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারে যাওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এপিবিএনের সহযোগিতায় আটক করা হয়। পরে তাঁকে বৈদেশিক মুদ্রার প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে আসাদুজামান অস্বীকার করেন। একপর্যায়ে তাঁর ব্যাগেজ তল্লাশি করে এসব সৌদি রিয়াল জব্দ করা হয়। এসব সৌদি রিয়ালের কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।’

শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় শুল্ক আইনে ফৌজদারি মামলা করা হয়েছে।

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

বিয়ে করলেন সোহেল তাজ

সেকশন