হোম > অপরাধ > ঢাকা

প্রধান আসামি নাসিরসহ আটক ৫, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নাসিরকে গ্রেপ্তার করে ডিএমপি ডিবির একটি দল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম–কমিশনার হারুন–অর–রশিদ সাংবাদিকদের জানান, পরীমণির মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান। যাচাই–বাছাই শেষে আরও বিশদ তথ্য দেওয়া হবে। নাসির উদ্দিনের বাড়ি থেকে বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে বলেও জানান তিনি।

আজ সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমণি। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।

এদিকে বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে সাংবাদিকদের সামনে দাবি করেন উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির। সদস্য না হয়েও ক্লাবে প্রবেশ করা নিয়ে পরীমণির সঙ্গে তাঁর বচসা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে গতকাল রোববার দিবাগত রাতে প্রথমে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দেন পরীমণি। গত ৯ জুন (বুধবার) দিবাগত রাতে তাঁর সঙ্গে এ অন্যায় সংঘটিত হয় বলে জানান তিনি। পরে নিজ বাসায় সাংবাদিকদের ডেকে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। পরীমণি অভিযোগ করেন, ‘বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে। নাসির উদ্দিন নামে একজন তাঁকে নেশাজাতীয় কিছু খাইয়ে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন।’

আরও পড়ুন:

জাবির মেয়েদের হল থেকে বহিরাগত যুবক আটক

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

সেকশন