Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বিভিন্ন অপরাধে একজনকে স্থায়ীসহ ১১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি

ঢাবি প্রতিনিধি

বিভিন্ন অপরাধে একজনকে স্থায়ীসহ ১১৪ জন শিক্ষার্থীকে বহিষ্কার করল ঢাবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক অবস্থানের কারণে ১০৯ জনকে দুই থেকে শুরু করে চার বছর পর্যন্ত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্তায় একজনকে স্থায়ী, অ্যালকোহল গ্রহণ করার তিনজনকে দুই বছর এবং চারুকলা অনুষদের এক কর্মচারীকে হত্যার হুমকি দেওয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের (ডিবি) সভায় এ সিদ্ধান্ত হয়।

সভাসূত্রে জানা যায়, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন, পরীক্ষকের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক অবস্থানের কারণে ১০৯ জনকে দুই থেকে চার বছর পর্যন্ত বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে সূর্যসেন হল এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিম নাজমুলকে স্থায়ী বহিষ্কার করা হয়। অ্যালকোহল গ্রহণ করায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) তিন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া, চারুকলা ইনস্টিটিউটের কর্মচারীকে হত্যার হুমকি দেওয়ায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।’ 

সূত্র আরও জানায়, ‘গত বছরের ৩১ অক্টোবর গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে গত ৫ নভেম্বর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তারজন্য কারণ দর্শানোর নোটিশও দেয় প্রশাসন। এর আগে বিভিন্ন সময়ে নারী হেনস্তা, শিক্ষার্থী নির্যাতন ও আইন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িতের অভিযোগ থাকায় স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ডিসিপ্লিনারি বোর্ড।’ 

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী আজকের পত্রিকাকে বলেন, ‘যাচাই বাছাই করে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত বিভিন্ন কলেজের মোট ১১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, তার মধ্যে জিম নাজমুল নামের এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। ডিসিপ্লিনারি বোর্ডের এ সিদ্ধান্ত সুপারিশ হিসেবে সিন্ডিকেটে যাবে বলে উল্লেখ করেন প্রক্টর।

কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসীসহ নিহত ২

স্কুলে নাচ-গানের শিক্ষক নিয়োগ নিয়ে বিরোধ পরিহারের আহ্বান ৫১ নাগরিকের

টঙ্গীতে দগ্ধদের মধ্যে ফায়ার সার্ভিসের দুজনের শরীর পুড়েছে শতভাগ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়: উচ্চমাধ্যমিকের ক্ষতি হয়—এমন সিদ্ধান্ত মানবে না শিক্ষার্থীরা

ছাগল-কাণ্ডের ইমরান এবার জুলাই হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার

ঝটিকা মিছিলে অর্থায়নকারী আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান-আনিসুলসহ ৪ জনকে

জল ও যানজটে দিনভর ভোগান্তিতে ঢাকাবাসী, ঘটেছে প্রাণহানিও

বৃষ্টিপাতে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে কাজ করছে ডিএসসিসি

রাজধানীতে জলজট, বিদ্যুতায়িত হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু