মিটফোর্ড (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর কদমতলী এলাকায় শিরিন (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে নিহতের স্বামী রিকশাচালক ওয়াসিমকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে কদমতলী থানার নতুন শ্যামপুর ১৪০ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার ওসি প্রলয় কুমার।
ওসি প্রলয় কুমার বলেন, পারিবারিক কলহের জের ধরে রিকশাচালক ওয়াসিম তাঁর স্ত্রী শিরিনকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী শিরিনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা ওসি তদন্ত সজিব কুমার দে বলেন, ঘটনাস্থল থেকে ওয়াসিমকে আটকসহ হত্যায় ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।