হোম > অপরাধ > ঢাকা

রায়পুরায় বিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনার ভাঙচুর 

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় অস্থায়ীভাবে তৈরি শহীদ মিনার ভেঙে ফেলেছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার পলাশতলী বাজার এলাকার বেসরকারি কে.এস.এ পাবলিক স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সোমবার বিকেল বিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকায় একুশে ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়। বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় মিনারটি নির্মাণ করা হয়। শহীদ মিনার নির্মাণ সম্পন্ন হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বাসায় চলে যায়। আজ ভোরে প্রভাতফেরিতে এসে দেখা যায় নির্মাণ করা শহীদ মিনারটি কে বা কারা ভেঙে ফেলেছে। 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাত ১২টা পর্যন্ত বসে থেকে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করেছি। সকালে প্রভাতফেরিতে এসে দেখি শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়েছে। এটা দেখার পর মনটাই ভেঙে গেছে। আমরা এর বিচার চাই।

বিদ্যালয়ের শিক্ষক আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘স্থায়ী শহীদ মিনার না থাকায় অস্থায়ীভাবে কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। সকালে এসে দেখি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি জানাচ্ছি।’

রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি এখনো কেও জানায়নি। তবে খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানাকে অবগত করা হয়েছে।’

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত