হোম > অপরাধ > ঢাকা

সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পথচারী নিহত 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পথচারী মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টার দিকে সাভার বাসস্ট্যান্ডের অদূরে ল্যাব জোন হাসপাতালের সামনে পদচারী সেতুর ওপরে এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আবু সাঈদ হিমেল (১৮)। 

তিনি সাভার পৌর এলাকার বিনোদ বাইদ মহল্লার কামাল হোসেনের ছেলে। হিমেল রাজধানীর নীলক্ষেতে একটি কম্পিউটারের দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন। 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম ছুরিকাঘাতে হিমেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাভার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের কেয়ারটেকার সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার রাত সাড়ে দশটার দিকে চার ব্যক্তি হিমেলকে এনে তাঁদের হাসপাতালের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের ওপর ফেলে রেখে পালিয়ে যান। পড়ে দেখা যায় তিনি মৃত। বিষয়টি সাভার থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তাঁদের হেফাজতে নেয়। 

হিমেলের বাবা কামাল হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিন সকালে সাভারের বাসা থেকে কর্মস্থলে যেতো এবং রাতে বাসায় ফিরত। আজ রাত ৯টার দিকে ছেলের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়। তখন সে হেমায়েতপুরে বাসে ছিল।’ 

সাভার থানার পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম বলেন, ‘আমার ধারণা বাস থেকে নামার পরপরই হিমেল ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁকে পদচারী সেতুর ওপরে নিয়ে যায়। এরপর তাঁকে ছুরিকাঘাত করে।’

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

সেকশন