গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনার পর গতকাল বুধবার রাতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, শহরতলীর সোনাকূড় গ্রামের পিয়াস (২২), সুইপার কলোনির অন্তর (২২) এবং জীবন (২৩)।
এর আগে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে গতকাল বুধবার রাত ৯টা ২৫ মিনিটের এই ঘটনা ঘটে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বলেন, ‘তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম এরই মধ্যে অভিযান শুরু করেছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব।’