রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মুজিব পাটোয়ারী।
মুজিব পাটোয়ারী জানান, ৯৯৯-এ ফোনকল পেয়ে মোহাম্মদপুর থানার বাবর রোডের সাজেদ শাহরি নামের একটি ভবনে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করতে যায় থানা পুলিশ। বাসায় গিয়ে দেখা যায়, ভবনের তিনতলার একটি কক্ষে দম্পতির মরদেহ। স্বামী নোমানের (৩২) মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে, তবে পা মাটিতে ঠেকে রয়েছে৷ আর স্ত্রী শামীমার (২৪) মরদেহ বিছানায় চাদর দিয়ে মোড়ানো রয়েছে।
মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর জোনের এসি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করছি স্ত্রী শামীমাকে হত্যার পর স্বামী নোমান আত্মহত্যা করেছেন। তাঁদের দুজনের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। আমরা কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।'
বাবর রোডের ওই বাড়িতে ভাড়া থাকতেন দম্পতি। রাত সাড়ে ১০টার দিকে দারোয়ান তাঁদের ডাকাডাকি করে না পাওয়ায় বাড়িওয়ালাসহ দরজা ভেঙে ভেতরে ঢোকেন।
এরপর স্বামীকে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রীকে মেঝেতে শোয়া অবস্থায় পাওয়া যায়। মৃতদেহ ও ক্রাইম সিনে পুলিশ কাজ করছে। স্বামী প্রবাসে ছিলেন বলে জানা গেছে। কিছুদিন ধরে এই বাসায় সাবলেটে ভাড়া থাকতেন তাঁরা।