হোম > অপরাধ > ঢাকা

ধামরাইয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাই পৌরসভায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মো. নবীনুর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। আজ রোববার দুপুরে পৌরসভার লাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নবীনুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের তারাবাড়ী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরশহরের লাকুরিয়া পাড়া মহল্লার মো. হান্নানের বাড়ির ভাড়াটিয়া। 

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিশুর মা ধামরাইয়ে একটি কারখানায় চাকরি করেন। পরিবারের জীবিকা নির্বাহের জন্য পৌরসভার বিভিন্ন জায়গায় দিনমজুরির কাজ করেন তিনি। এ জন্য প্রায়ই তাঁকে বাইরে থাকতে হয়। এই সুযোগে ২৬ জানুয়ারি সন্ধ্যার দিকে ভুক্তভোগীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন নবীনুর। 

পরে ভুক্তভোগী ওই শিশু শারীরিকভাবে অসুস্থ হলে মেয়ের মাকে পাশের বাড়ির লোকজন খবর দেন। মেয়ের মা বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েটি তাঁর মায়ের কাছে ধর্ষণের বিষয়ে খুলে বলেন। এরপর ধামরাই থানায় এসে মেয়ের মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন। পরে আজ দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত নবীনুরকে গ্রেপ্তার করা হয়। 

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়েকে এমন সর্বনাশ করল আমি এখন কি করব। আমি নবীনুরের শাস্তি চাই।’ 

এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নবীনুরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আগামীকাল সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত