হোম > অপরাধ > ঢাকা

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮, নিখোঁজ ৪

সাখাওয়াত ফাহাদ, নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ডুবে যাওয়া এম এল আফসার উদ্দিন নামে লঞ্চটি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে ডুবে যাওয়া লঞ্চটিকে তোলা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। সবশেষ দুপুর ১টা ২০ মিনিটে নিখোঁজ সোনারগাঁওয়ের হরিয়ান প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে খাইরুন ফাতিমার (৪০) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়। 

লঞ্চডুবির ঘটনায় এখনো নিশ্চিতভাবে নিখোঁজ রয়েছেন ৪ জন। তাঁরা হলেন-ডেমরার বাসিন্দা আবদুল্লাহ আল যাবের আদনান (৩২), মুন্সিগঞ্জের বাসিন্দা মো. মোসলেম উদ্দিন হাতেম (৫৫), আরোহী (৩) ও যোবায়ের হোসেন। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ও লঞ্চডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান মো. শামীম বেপারী উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে জানিয়ে বলেন, ‘এখনো ৫ জন নিখোঁজ রয়েছেন। আমাদের উদ্ধার কার্যক্রম এখনো চলছে।’ 

এ ঘটনায় দায়ী কে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনো তদন্ত করছি। শীঘ্রই আপনাদের সামনে রিপোর্ট তুলে ধরা হবে। আপনারা জানেন এখানেই গত বছর সাবিত আল হাসান নামে আরেকটি লঞ্চডুবির ঘটনা ঘটেছিল। বারবার কেন এমন দুর্ঘটনা ঘটছে তার প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে দুজন চালকই বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।’ 

তবে দোষী যে বা যারাই হোক প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাঁদের শাস্তির সুপারিশ রিপোর্টে থাকবে জানিয়ে শামীম বেপারী বলেন, ‘গতবারের তদন্ত কমিটি কি সুপারিশ করেছিল আমি জানি না। তবে এবারের রিপোর্টে যারা প্রকৃত দোষী তাঁরা যেন আইনের আওতায় আসে সে ব্যাপারে সুস্পষ্ট সুপারিশ থাকবে।’ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র ডুবে যাওয়া লঞ্চে থাকা একাধিক যাত্রীর বরাত দিয়ে জানান, লঞ্চে ৭০-৮০ জন মানুষ থাকার বিষয়টি সত্য নয়। লঞ্চে সর্বোচ্চ ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। এর মধ্যে বেশির ভাগই সাঁতরে তীরে উঠে এসেছেন। নিখোঁজ রিপোর্ট এখন রয়েছে ৪ জন। এ ছাড়া আর কেউ নিখোঁজের রিপোর্ট করেনি। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত