Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে কারাগারে স্ত্রী

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে কারাগারে স্ত্রী

রাজধানীর তুরাগে পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগে স্ত্রী পলি আক্তারকে (২৮) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সন্ধ্যায় তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) একরামুল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএমপি অ্যাক্টের ৫৪ ধারায় পলিকে গ্রেপ্তারের পর রোববার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে তুরাগ থানাধীন বাউনিয়া বটতলা এলাকায় গতকাল শনিবার বিকেল ৫টার দিকে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনা ঘটে। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে পলিকে আটক করে পুলিশে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

তুরাগ থানার ডিউটি অফিসার এসআই একরামুল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পরপরই বাউনিয়া বটতলার ওই ভাড়া বাসা থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী পলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী স্বামী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকায় পলিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হয়। বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী কাজ শেষে করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। তখন তাঁর স্ত্রী পলি আক্তার ছুরি দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলেন। 

‘চিৎকার শুনে আশপাশের বাসার লোকজন উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে পাঠান। পরে তাঁর রক্তক্ষরণ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।’ 

এ ঘটনার কারণ জানতে চাইলে এসআই অনুজ সরকার বলেন, ‘ভুক্তভোগী ব্যক্তি পলি আক্তারের দ্বিতীয় স্বামী। প্রথম সংসারে পলি আক্তারের দুই সন্তান রয়েছে। তুরাগের একটি গার্মেন্টসে কাজ করার সুবাদে তাঁদের পরিচয় হয়, তারপর বিয়ে। কিন্তু বিয়ের পর দীর্ঘদিন ধরেই তাঁদের পারিবারিক কলহ চলছিল। এর জেরে ঘটনাটি ঘটে।’ 

গ্রেপ্তার পলি আক্তারকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআই অনুজ বলেন, ‘পলি আক্তারের সন্দেহ ছিল, তাঁর স্বামীর অন্য কারও সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে। এ সন্দেহের কারণে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেন পলি।’ 

অপরদিকে ভুক্তভোগী স্বামী পুলিশকে জানিয়েছেন, পলি আক্তারের অন্য কারও সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি টের পেলে এ নিয়ে তাঁদের পরিবারে অশান্তি শুরু হয়। 

স্বামীর বাইক কিনে দেওয়ার চাপে স্ত্রীর ‘আত্মহত্যা’

গুলশানে বাসা ভাঙচুর: ৩ আসামির রিমান্ড-জামিন নামঞ্জুর করে কারাগার

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা: সেই আরাভ খানসহ ৮ জনের রায় পেছাল

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮১ জন

রাজধানীর জুরাইনে বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৭ দোকানে জরিমানা

প্রেমিকার বাড়িতে গিয়ে মারধরের শিকার তরুণ, খেলনা পিস্তলসহ উদ্ধার করল পুলিশ

রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের কক্ষে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

বৈষম্যবিরোধী আন্দোলন: হত্যা মামলার আসামি প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর ২৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ

সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর পিএস গ্রেপ্তার