Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মোবাইল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মোবাইল কিনে না দেওয়ায় তরুণের আত্মহত্যা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণ। আজ বৃহস্পতিবার উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম আকাশ মণ্ডল (১৮)। তিনি চিংগড়ী গ্রামের লক্ষণ মণ্ডলের ছেলে। পরিবারের সঙ্গে গ্রামে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মণ্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ তাঁর বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। তাঁর বাবা ধান ওঠার পরে মোবাইল কিনে দেবেন বলেছিলেন। কিন্তু ছেলে অভিমান করে আজ বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানের বরইগাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি