Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পাংশায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ২ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

পাংশায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ২ 

রাজবাড়ীর পাংশায় অস্ত্র, গুলিসহ সালমান শাহ্ ও কাজল নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর গ্রামের শাহজাহান মিয়ার মেহগনি বাগান থেকে আসামিদের অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার দুপুর ১২টায় আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় প্রেস কনফারেন্স করে থানা–পুলিশ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ্ (২৭) ও একই ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের অনাথ আলীর ছেলে কাজল (২৬)। 

প্রেস কনফারেন্সে সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি সালমান শাহের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক ও বন্দুকে লোড করা একটি তাজা কার্তুজ ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর আসামি কাজলের কাছ থেকে একটি লোহার তৈরি (দেশীয়) একনলা বন্দুক, বন্দুকে লোড করা একটি তাজা কার্তুজ, পাঁচটি গুলি লোড করা চেম্বারবিশিষ্ট লোহার তৈরি (বিদেশি) একটি রিভলবার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আসামি সালমান শাহের বিরুদ্ধে পাংশা থানাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা, একটি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। আসামি কাজলের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, একটি বিস্ফোরক মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ১২টি মামলা রয়েছে। তাঁদের কাছে থাকা অস্ত্র দিয়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরা দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী।’ 

মাসুদুর রহমান আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় আজ সোমবার নিয়মিত মামলা রুজু করা হয় এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’ 

বিক্ষোভের ডাক হিজবুত তাহরীরের, তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলল পুলিশ সদর দপ্তর

সিদ্ধিরগঞ্জে লেকের পানিতে ভাসছিল যুবকের মরদেহ

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি