হোম > অপরাধ > ঢাকা

দুর্নীতিবাজদের ঘরে ছেলে–মেয়ের বিয়ে দেবেন না: আদালত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতিবাজদের ছেলেমেয়ের সঙ্গে কেউ ছেলেমেয়ের বিয়ে দেবেন না—অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের একটি মামলায় দেশের ক্যাসিনো-কাণ্ডের মূল হোতা সেলিম প্রধানের মামলার রায়ে বিচারক জনগণের প্রতি এই আহ্বান জানিয়েছেন।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. বদরুল আলম ভূঁইয়া রায় দিয়ে সেলিম প্রধানকে দুটি ধারায় আট বছরের কারাদণ্ড দেন। 

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব নয়। দুর্নীতিবাজদের সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার। সমাজের সবাইকে দুর্নীতিবাজদের এড়িয়ে চলা উচিত। তাই দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়ের বিয়ে দেবেন না। দাওয়াত দিলে যাবেন না।’
 
রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, দুর্নীতিবাজেরা রাষ্ট্রের বিরুদ্ধে। জেনেশুনে এমন কারোর দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া। 

রায়ে আদালত বলেন, ‘সেলিম প্রদানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তিনি একদিকে অর্থ পাচার করেছেন, অন্যদিকে অবৈধ ক্যাসিনো জুয়ার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। মামলার সাক্ষীরা তাঁদের সাক্ষ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন। তাই তাঁর শাস্তি হওয়া প্রয়োজন।’

২০১৯ সালে ক্যাসিনো-বিরোধী অভিযানে সেলিম প্রধানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই সময় তাঁর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা, মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা হয়। পরে অর্থ পাচারের অভিযোগেও পৃথক মামলা হয়। এই চার মামলা এখনো বিচারাধীন।

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫