হোম > অপরাধ > ঢাকা

পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালকসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের দায়ে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএস) সাবেক নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিনসহ চারজনের ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন গতকাল বৃহস্পতিবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা পিএলএফএসের সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, তাঁর স্ত্রী শিল্পী রানী রায় ও ভাই ইন্দ্রজিৎ কুমার রায়।

আদালতের বেঞ্চ সরকারি বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ কোটি ৩৬ লাখ টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।

আসামিরা পলাতক রয়েছেন। তাঁরা গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে শাস্তি কার্যকর হবে বলে বিচারক তাঁর রায়ে বলেছেন।

২০১৯ সালের ৩ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলার এজাহারে বলা হয়, পিএলএফএসের নিয়ম লঙ্ঘন করে ২০১০ সালের মার্চ মাসে বিশ্বজিৎ, তার স্ত্রী শিল্পী ও ভাই ইন্দ্রজিৎকে ১০ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৬০৭ টাকা ঋণ মঞ্জুর করেন হেলাল। তাঁরা সব টাকা আত্মসাৎ করেছেন।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত