হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই, গণপিটুনিতে নিহত ১

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জহিরের। এর আগে ভোরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্থানীয়দের কাছে গণপিটুনির শিকার হন তিনি। নিহত জহির জেলার গজারিয়া উপজেলার বাসিন্দা।

আহত দুজন হলেন মাদারীপুরের কালকিনী এলাকার জাফর (৩২) ও বরিশালের মুলাদি এলাকার আরিফ শিকদার (৩৩)।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, ভোরে উপজেলার তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার (৪২) অটোরিকশায় যাত্রীবেশে ওঠেন চারজন। মাঝপথে গলায় ছুরি চালিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যান একজন। এ সময় অটোচালকের চিৎকারে আশপাশের লোকজন বাকি তিনজনকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অটোচালকসহ তিন অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।

হতাহতরা সবাই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া থাকতেন জানিয়ে ওসি শাকিল আহমেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঈদে আতশবাজি ফোটানো নিয়ে ঝগড়া: রাজৈরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট

আবাদি জমি-জলাশয় ভরাট করে আবাসন

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

ফিলিস্তিনিদের সমর্থনে ঢাকার গণজোয়ার

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

মেঘনা আলমের সহযোগী সমির ৫ দিনের রিমান্ডে

পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা দিল ডিএমপি

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা