Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

টঙ্গীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে সাদিয়া আক্তার (২০) নামে এক তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই তরুণী রাজধানীর মিরপুর বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার দোহার এলাকার আবুল বাসার বাচ্চুর মেয়ে। টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাড়ির ছয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা এক ছেলের সঙ্গে সাদিয়ার বিয়ে ঠিক করেন। বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিল সে। আজ শুক্রবার সন্ধ্যায় বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় পরিবারের ওপর অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েন সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনা সাদিয়ার পরিবারের সদস্যরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই: ঢাবি অধ্যাপক

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীপুরে ২ শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ