হোম > অপরাধ > ঢাকা

ঢাবির প্রলয় গ্যাংয়ের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল তৃতীয়বার পেছাল

নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে প্রলয় গ্যাং সদস্যের মারধরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের সময় তৃতীয়বারের মতো পেছাল। এবার আগামী ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। 

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই তারিখ ধার্য করেন। 

আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত নতুন তারিখ ধার্য করেন। 

এর আগে প্রথমে ১৯ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে না পারায় এদিন ৩১ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন আদালত। তবে ৩১ জুলাই প্রতিবেদন দাখিল না করায় ফের ১০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এবারও প্রতিবেদন দিতে পারলেন না তদন্ত কর্মকর্তা।

এদিন মামলায় জামিনে থাকা আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌস আদালতে হাজিরা দেন। 

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন। 

গত ২৫ মার্চ রাতে ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুনকে মারধর করেন প্রলয় গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ২৬ মার্চ জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্ট্যাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাঁকে রক্ষা করতে গেলে তাঁদেরও পেটান তাঁরা। প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মারধরে জোবায়ের জ্ঞান হারালে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে জোবায়েরকে তাঁর বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।

আরও পড়ুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত