হোম > অপরাধ > ঢাকা

আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতি, হাইকোর্টের আদেশ রোববার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলার চার আসামির আইনজীবীর স্বাক্ষর জাল করে জামিন জালিয়াতির ঘটনা ধরা পড়েছে হাইকোর্টে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১১ জুন) দিন ধার্য করেছেন আদালত। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুনের ঘটনায় চলতি বছরের ২৮ মার্চ সুনামগঞ্জ থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় আয়নুল হোসেন, আনোয়ার হোসেন, নায়েব আলী ও আম্বিয়া খাতুনকে। তাঁরা গত ৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে আত্মসমর্পণ না করে এবং তথ্য গোপন করে গত ২২ মে অপর একটি বেঞ্চ থেকে আবারও ছয় সপ্তাহের আগাম জামিন নেন আসামিরা। 

এদিকে বিষয়টি জানতে পেরে গত ৫ জুন তা বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। গত ৭ জুন এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। ওই দিন আগাম জামিন আবেদনকারীদের আইনজীবী হাজির হয়ে বলেন, তাঁর সাক্ষর জাল করে আবেদন করা হয়েছে এবং তিনি এই মামলা ফাইল এবং শুনানি করেননি। 

এই মামলার ওকালতনামায় ওই আইনজীবীর নাম ছাড়া আরও তিন আইনজীবীর নাম উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি শেষে আগামী রোববার আদেশের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত