হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে মহানগরের বাসন থানাধীন সার্ডি রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নুর ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার সদর উপজেলার বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নূর ইসলাম গাজীপুরের চান্দনা বউবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। গতকাল বুধবার রাত ১টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে বুকে ও কানের কাছে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, স্থানীয়রা সার্ডি রোড এলাকায় আজ ভোর আনুমানিক ৫টার দিকে রাস্তার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাঁর অটোরিকশা ছিনিয়ে নিতেই হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে ৩ কমিটি

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা আটক

কিশোরগঞ্জের হাসপাতালে চলছে পানির মোটর বসানোর কাজ

নির্ভুল ভোটার তালিকা করতে সবার সহযোগিতা চাইলেন সিইসি

মারধরের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেত্রী গ্রেপ্তার

যাদের দল করা দরকার তারা করুক: কাদের সিদ্দিকী

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে লুৎফুজ্জামান বাবর

হত্যা মামলায় আনিসুল, সালমানসহ ৫ জন আবারও রিমান্ডে

এবার ১৪৬ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার আনিসুল

শাহবাগে বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচি

সেকশন