হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরে চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোরে মহানগরের বাসন থানাধীন সার্ডি রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম নুর ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার সদর উপজেলার বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, নূর ইসলাম গাজীপুরের চান্দনা বউবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। গতকাল বুধবার রাত ১টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাঁকে বুকে ও কানের কাছে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, স্থানীয়রা সার্ডি রোড এলাকায় আজ ভোর আনুমানিক ৫টার দিকে রাস্তার ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাঁর অটোরিকশা ছিনিয়ে নিতেই হত্যা করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি