হোম > অপরাধ > ঢাকা

হেফাজতে নির্যাতনের অভিযোগে ডিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও ৭৬টি চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই মামলা দাখিল করা হয়।

রাজধানী উত্তরা এলাকার ব্যবসায়ী আতিকুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইনে দায়ের করা এই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন ইউনিটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজমুল হককে আসামি করা হয়েছে। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন ডিবি পরিদর্শক সাইফুল ইসলাম, সাভারের জালেশ্বরের সাইদুর রহমান হাবিব ও উত্তরার ১১ নম্বর সেক্টরের ২ / ১ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির মুকাররাম হোসেন জিমি।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল আজকের পত্রিকাকে বলেন, মামলা দাখিল করা হয়েছে। তিনি জানান, বুধবার বাদীর উপস্থিতিতে মামলা গ্রহণের বিষয়ে শুনানি হবে। বাদীর জবানবন্দি নেওয়া হবে।

উত্তরার পোশাক ব্যবসায়ী আতিকুর রহমান গোল্ডেন টাইমস সোয়েটার অ্যান্ড স্যুয়িং লিমিটেড এবং এএসআর কম্পিউটারাইজড সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ও চেয়ারম্যান।

মামলায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অন্যদের ‘পুলিশ কর্মকর্তাদের সহযোগী’ আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে ব্যবসার ছদ্মবেশে প্রতারণার অভিযোগ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, দুই ব্যক্তির প্ররোচনায় ডিবি পুলিশের দুই কর্মকর্তা মামলার বাদীকে ডেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। নির্যাতনের মাধ্যমে জোর করে বাদীর ৭৬টি ব্যাংক চেকে স্বাক্ষর নেন। বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করারও ভয় দেখানো হয়। 

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫