Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

হারানো রিকশার সন্ধানে গিয়ে চোর চক্রে জড়ান কমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হারানো রিকশার সন্ধানে গিয়ে চোর চক্রে জড়ান কমল

রাজধানীর খিলগাঁও এবং সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৪টি চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ভোর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রিকশা চোর চক্রের সদস্যরা হলেন-মো. কামাল হোসেন কমল (৩৫), মো. রাশেদ (২৮), মো. আলম হাওলাদার (৩৬), মো. কাজল (৩৬), মো. ফজলু (৩০) ও মো. সাজু (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি চোরাই অটোরিকশা, ১৮টি অটোরিকশার ব্যাটারি, ছয়টি মোবাইল ফোন, চাবি ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ফারজানা হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলগাঁও ও সবুজবাগ এলাকার বিভিন্ন গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। এই সকল অটোরিকশা সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা চুরি ও ছিনতাই করে এনে গ্যারেজে মজুত করে। পরে সেগুলোর রং পরিবর্তন করে বিক্রি করে দিত চক্রটি। 

তিনি আরও জানান, গ্রেপ্তার চক্রের মূল হোতা কমল। তিনি ১৫ বছর আগে কাজের সন্ধানে ঢাকায় এসে রিকশা চালানো শুরু করে। একদিন তার রিকশাটি চুরি হয়ে যায়। রিকশা খুঁজতে গিয়ে চোর চক্রে সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর সে নিজেই রিকশা চুরি পেশায় জড়িয়ে যান। গত ১২ বছর ধরে রিকশা চুরি, ছিনতাই, ডাকাতি করে আসছেন কমল। এরপর রিকশা চুরির জন্য একটি চক্র গড়ে তোলেন তিনি। চক্রটি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অভিনব কায়দায় রিকশা চুরি করত। 

রাজধানীর খিলগাঁও এবং সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৪টি চোরাই অটোরিকশাসহ চোর চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি: আজকের পত্রিকাযেভাবে রিকশা চুরি করত চক্রটি 
প্রথমে চক্রের সদস্যরা নতুন রিকশায় উঠে চালককে অজ্ঞান করে রিকশা নিয়ে পালিয়ে যেত। অথবা নতুন রিকশা পেলে নজরদারি করত। তারপর চালককে বলত সামনের রাস্তায় একটি বাসা থেকে আমার কিছু মাল তুলব। তারপর সুবিধামতো একটি বাসার সামনে রিকশা থামিয়ে ড্রাইভারকে বলত আপনাকে বাসার ভেতরে ঢুকে মালামাল নিয়ে আসতে হবে। রিকশার ড্রাইভার বাসার ভেতরে প্রবেশ করা মাত্র চক্রের সদস্যরা রিকশা নিয়ে পালিয়ে যেত। এরপর এসব চুরি যাওয়া রিকশা একটি গ্যারেজে নিয়ে লুকিয়ে রাখত। তারপর রিকশার মালিককে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করত। মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে আদায় করত। এরপর একটি অজ্ঞাতস্থানে রিকশা রেখে মালিককে নিয়ে যেতে বলত। 

চক্রটি একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। এরপর কৌশল পরিবর্তন করে। চক্রের সদস্যরা ভাড়ায় রিকশা নিয়ে চালককে মারধর করে হাত পা বেঁধে রাস্তায় ফেলে রেখে রিকশা নিয়ে পালিয়ে যেত। রিকশা চুরির পর রং পরিবর্তন করে খোলা বাজারে বেঁচে দিত। আবার কখনো রিকশার মোটর পার্টস খুলে আলাদা আলাদাভাবে বেঁচে দিত চক্রটি। 

এভাবে চোর চক্রটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিগত সাত বছরে পাঁচ শ’র বেশি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি ও ছিনতাই করেছে। এসব রিকশা ৫ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি করত চক্রের সদস্যরা।

জাবি প্রশাসন শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে

ভূমি অধিগ্রহণে দুর্নীতি, ২৩ জনের নামে মামলা

সেলিম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী মাকসুদ চেয়ারম্যান গ্রেপ্তার

ভাড়া দিয়ে জায়গা বরাদ্দ নিতে গাবতলী বেড়িবাঁধের ব্যবসায়ীদের ৭ দিন সময়

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

গুলশানে বাসায় তল্লাশির নামে তছনছের ঘটনায় মামলা, বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

সিদ্ধিরগঞ্জে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেপ্তার

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি: শাজাহান খান

২৫৭ কোটি টাকা লেনদেন: সাবেক মন্ত্রী গাজী ও তাঁর স্ত্রীর নামে মামলার অনুমোদন

হরিরামপুরে বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে