Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁওয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

রাজধানীর তেজগাঁও এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বড় ভাই। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহিনবাগ মসজিদ গলির একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম ওলিউল্লাহ রনি (২৯)। আহত হয়েছেন তাঁর বড় ভাই রফিক মিয়া (৩১)। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজি। তিনি বলেন, ‘নিজেদের টিনশেড বাসায় থাকে রনি ও তাঁর বড় ভাই রফিক। ওই বাসায় রাতে একই এলাকার মোরশেদ (৩৮) নামে এক ব্যক্তি রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে যান বড় ভাই রফিক। তখন তাঁকেও জখম করে পালিয়ে যান ঘাতক। পরে স্বজনেরা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রনি মারা যান।’ 

এসআই আরও বলেন, ‘মোরশেদ তাঁদের পূর্বপরিচিত এবং মাদকাসক্ত। গত রাতে মাদক সেবনকে কেন্দ্র করে মোরশেদ রনিকে ছুরিকাঘাত করেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।’ 

এ দিকে নিহত রনির বড় বোন পারভিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘রনি অবিবাহিত। সে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করত। আবার মাঝে মাঝে গাঁজা সেবন করত।’ 

তিনি আরও বলেন, ‘রাতে ফোনে এ ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আরেক ভাই রফিক হাসপাতালে ভর্তি।’

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ