হোম > অপরাধ > ঢাকা

গাজীপুরে ৯ হাজার ইয়াবা জব্দ, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের পূবাইল এলাকা থেকে ৯ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। 

গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার জেলার টেকনাফ থানার সাং-পূর্ব পানখালী (হ্নীলা) এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মকবুল আহাম্মদ (৫৩), একই এলাকার মৃত আহম্মদ হোসাইনের ছেলে জামিল উদ্দিন (২৭) ও তাঁর স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তাঁরা পুবাইল ও ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (অপরাধ ও মিডিয়া) মো. আসাদুজ্জামান জানান, গত সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানার তালটিয়া সাকিন এলাকায় রাস্তায় মাদক বিক্রির খবরে অভিযান চালায় ডিবি। এ সময় মকবুলকে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে জানান ইয়াবা জামিল ও বিলকিসের কাছ থেকে কিনেছেন। 

পুলিশের এই সহকারী কমিশনার আরও জানান, মকবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তালটিয়া সাকিন জামান ফিলিং স্টেশনের সামনে থেকে জামিল ও তাঁর স্ত্রী বিলকিসকে গ্রেপ্তার করা হয়। এ সময় জামিলের কাছ থেকে ৭ হাজার ইয়াবা ও বিলকিসের কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধ মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদক দ্রব্য এনে পূবাইল থানা এলাকায় বিক্রি করছিলেন। তাঁদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা করা করা হয়েছে।

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত