Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

জাবি ছাত্রকে হাত-পা বেঁধে টাকা লুট, গ্রেপ্তার ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাবি ছাত্রকে হাত-পা বেঁধে টাকা লুট, গ্রেপ্তার ১

সাভারের আশুলিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটকে রেখে ও মারধর করে বিকাশে ৫০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে একটি চক্র। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোখলেছুর নামে একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে এই ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী ছাত্র শান্ত। এর আগে সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান নেত্রকোনা জেলার মদন থানার গঙ্গানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে আশুলিয়ার জামগড়ায় বসবাস করে। বিকাশ লেনদেনের সূত্র ধরে মোখলেছুর রহমানকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

শান্ত মিয়া জাবির পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র। তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানায়।

এজাহার সূত্রে ও ভুক্তভোগী ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুরের একটি গোডাউনের মালামাল দেখে ফেরার পথে কয়েকজন তাঁর গতিরোধ করে। এ সময় দৌড়ে পালাতে গেলে তারাও পিছু নেয়। বাসে উঠলেও তারা বাস থেকে টেনে নামিয়ে নেয়। পরে তাঁকে ধরে মারধর করে জামগড়া রূপায়ণ সিটির কাশবনে নিয়ে গলায় ছুরি ঠেকিয়ে তার টাকা লুটে নেয়। হাত-পা বেঁধে মাটিতে ফেলে গাছের গুঁড়ি চাপা দিয়ে রাখে তাঁকে। এ সময় তাঁর মোবাইলের নগদ ও বিকাশের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ