হোম > অপরাধ > ঢাকা

ভাঙ্গায় পাটখেত থেকে অন্তঃসত্ত্বা এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে নিখোঁজের একদিন পর অন্তঃসত্ত্বা এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে তার মরদেহ ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। 

নিহত ওই নারী নাম নূপুর সাহা (২৬)। আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ভাঙ্গা শাখার মাঠকর্মী হিসেব কাজ করতেন তিনি। তিনি ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মহল্লার নরেশ্বর রায়ের (কার্তিক) স্ত্রী এবং মধুখালী উপজেলার বড় গোয়ালদী গ্রামের বাসিন্দা সুনীল সাহার মেয়ে। তাঁর ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। এ ছাড়া তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নূপুর সাহা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা গ্রামে সমিতির কিস্তির টাকা আদায় করতে যান। দুপুর ১টা পর্যন্ত সমিতির কাজ করার পর তাঁর খোঁজ পাওয়া যায় না। পরদিন বুধবার বিকেল ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী এলাকার ঝিল্লু মুন্সীর বাড়ির পাশে মামুন শেখের পাট খেতের ভেতর নূপুর সাহার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে ভাঙ্গা থানা-পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে রাখে। রাত সাড়ে ৭টার দিকে ফরিদপুর জেলা সদর থেকে সিআইডি পুলিশের ক্রাইম সিনের একটি দল ঘটনাস্থলে আসার পর রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়। 

আদ্-দ্বীন ওয়েল ফেয়ার সেন্টার ভাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. খায়রুল ইসলাম জানান, গত ১০ মাস আগে নূপুর সাহা এ প্রতিষ্ঠানে যোগদান করে। একজন ভালো কর্মী হিসেবে তাঁর সুনাম ছিল। গত মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে কিস্তি তুলতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে নূপুরের সঙ্গে তাঁর কথা হয়। ওই সময়ের মধ্যে নূপুর এক লাখ ২০ হাজার কিস্তির টাকা তোলেন। তবে দুপুর আড়াইটা থেকে নূপুরের মোবাইল বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত