রাজারবাগ দরবারের পির দিল্লুর রহমান ও তাঁর প্রতিষ্ঠানের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা এবং সম্পদ তদন্তের বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার আদালত।
পির দিল্লুর রহমানের আবেদনে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান আজ সোমবার এ আদেশ দেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলো বলে জানান আইনজীবীরা।
আজ পির দিল্লুরের পক্ষে শুনানি করেন জহিরুল ইসলাম মুকুল, সঙ্গে ছিলেন মো. আহসান। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির।
এর আগে ভুক্তভোগী ৮ জনের রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট রাজারবাগ পির দিল্লুরের সম্পদের উৎস খুঁজতে নির্দেশ দেন। গত ৪ অক্টোবর আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দিল্লুর রহমান।