হোম > অপরাধ > ঢাকা

নিরাপত্তা কর্মী সেজে মাদকের কারবার, অবশেষে ধরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজারের বেশি ইয়াবা ও মাদক আইসসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার কারবারিরা এলিট ফোর্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ও কাপড়ের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিল। 

গ্রেপ্তারকৃত হওয়ারা হলো-এলিট ফোর্স নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী ও কক্সবাজার জেলার মো. ইসমাইল (৩২) ও রবিউল হাসান মামুন (২০) এবং সাতক্ষীরা জেলার কাপড় ব্যবসায়ীর মো. জাকারিয়া মাসুদ বাপ্পি (২৬)। 

আজ শনিবার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। 

মেহেদী হাসান জানান, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা গত ৩ থেকে ৪ বছর ধরে নিরাপত্তা কর্মী ও কাপড় ব্যবসায়ীর আড়ালে মাদকের কারবার করে আসছিল। আজ শনিবার বিকেলে এ অভিযান চালানো হয়।’ 

গ্রেপ্তার তিনজনের মাদকের কারবারের কৌশলের বিষয়ে মেহেদী হাসান আরও জানান, গ্রেপ্তার মাদক কারবারিরা একটি মাদক পাচার চক্রের সদস্য। তারা টেকনাফ, ঢাকার উত্তরা ও গাজীপুর কেন্দ্রিক সক্রিয়। গত তিন থেকে চার বছর ধরে চক্রের সদস্যরা 
তারা টেকনাফ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকা ও গাজীপুরের মাদক ব্যবসায়ীদের পাইকারি দরে সরবরাহ করত। এলিট ফোর্স নামের নিরাপত্তা কোম্পানিতে গার্ডের চাকরির সুবাদে তাদের কেউ সন্দেহ করত না। 

মেহেদী হাসান আরও জানান, চক্রের সদস্যরা একটি বিশেষ অ্যাপস ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করত। তারা কোন নির্দিষ্ট ফোন নম্বর ব্যবহার করত না। দ্রুত নম্বর পরিবর্তন করত। গ্রেপ্তারের পর তাদের ব্যবহৃত মোবাইল ও অ্যাপসে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 

গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ফরিদপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান

আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি