হোম > অপরাধ > ঢাকা

শিশু গৃহকর্মী নির্যাতনে গ্রেপ্তার দম্পতি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তানভির আহসান পায়েল ও তাঁর স্ত্রী নাহিদ জাহান আঁখিকে একদিনের রিমান্ডে পেয়েছ পুলিশ। আজ রোববার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এই রিমান্ড মঞ্জুর করেন। 

ঢাকার আদালতে সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মকবুলুর রহমান রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গত ১৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানান। দিন ওই দিন আদালত রিমান্ডের আবেদন শুনানির জন্য রোববার (১৮ জুলাই) দিন ধার্য করেন। 

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গত ৬ জুলাই এই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আগের দিন শিশু গৃহকর্মী সুইট বাবা শাহবাগ থানায় মামলা করেন। 

প্রায় প্রতিদিনই নানা অজুহাতে গৃহকর্তা ও গৃহকর্ত্রী শিশুটিকে মারধর করতেন। নির্যাতনে মেয়েটির শরীরে জখমের চিহ্নসহ কিছু ছবি ৩ জুলাই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেন এক প্রতিবেশী। সেসব ছবিতে মেয়েটির চোখের নিচে আঘাতের চিহ্ন, শরীরের বিভিন্ন স্থানে জখম এবং আগুনে পোড়া ঘা দেখা যায়। একজন সংবাদকর্মী বিষয়টি পুলিশকে জানান। আরও একজন জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেন। 

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি দেখার জন্য শাহবাগ ও রমনা থানার ওসিকে নির্দেশ দেন। এই নির্দেশের শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মো. কামরুজ্জামানের নেতৃত্বে তাঁদের একটি দল ওই দিন রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের বাসায় গিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং শিশুটিকে উদ্ধার করে। 

 ৪ জুলাই ওই দম্পতিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

উল্লেখ্য, গ্রেপ্তার তানভির আহসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর তাঁর স্ত্রী নাহিদ ঢাকার আদালতের আইনজীবী। নির্যাতনের শিকার শিশুটির বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার নবাবপুর গ্রামে। নয় মাস ধরে সে সেগুনবাগিচায় ওই দম্পতির বাসায় কাজ করছিল। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত