Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

বিডিআর বিদ্রোহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাতেনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিডিআর বিদ্রোহে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাতেনের মৃত্যু

বিডিআর বিদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল বাতেন শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাশিমপুর হাই সিকিউরিটি সেলের ডেপুটি জেলার শিল্পী আক্তার আব্দুল বাতেনের মৃত্যুর তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২০ ডিসেম্বর থেকে আব্দুল বাতেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বলেও জানান শিল্পী আক্তার। 

শিল্পী আক্তার বলেন, ‘৭০ বছর বয়সী আব্দুল বাতেনের হৃৎপিণ্ডে আগে থেকেই রিং বসানো ছিল। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু গতকাল রাতে হুট করেই অসুস্থ হয়ে যান তিনি। তখন প্রথমে কারা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তারপর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।’

বর্তমানে তাঁর মরদেহ মর্গে রাখা আছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

জানা গেছে, বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। ২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে ১৫২ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপি নেতা পিন্টু ও আওয়ামী লীগ নেতা তোরাব আলীসহ ১৬০ জনের কারাদণ্ডের রায় হয়েছিল। ২০১৭ সালে দেওয়া হাইকোর্টের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। পিন্টু তার আগে কারাগারে মারা যান। তোরাব আলী খালাস পান হাইকোর্টের রায়ে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শাহপুর গ্রামে বাতেনের বাড়ি।

ঢাকা কারাগারের মাধ্যমে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান কাশিমপুর হাই সিকিউরিটি সেলের ডেপুটি জেলার শিল্পী আক্তার।

জনবলসংকটে অলস আইসিইউ

বাহারি খাবারে সেজেছে বেইলি রোডের ইফতার বাজার

দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় নিপা গার্মেন্টসে ভাঙচুর, আহত ৬

খারাপ প্রকৃতির মানুষকে ছাড় দেওয়া হবে না: ডিবি প্রধান

হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং

জোরপূর্বক মানুষের ফসলি জমি কেটে মাছের খামার তৈরি, যুবদল নেতা আটক

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৪ শিক্ষকের নামে মামলা

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: বিক্ষোভের মুখে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত

নারীর প্রতি সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে জাবিতে মানববন্ধন