Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পরীক্ষাকক্ষে অস্ত্র নিয়ে ছাত্রের প্রবেশ, বহিষ্কারের নির্দেশ

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

পরীক্ষাকক্ষে অস্ত্র নিয়ে ছাত্রের প্রবেশ, বহিষ্কারের নির্দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করায় এক ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলা সদরের সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই ছাত্র উপজেলা সদরের বাইমহাটির বাসিন্দা। 

জানা গেছে, আজ সকালে ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। ওই ছাত্র প্যান্টের পকেটে করে পরীক্ষাকক্ষে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে। এ সময় পরীক্ষাকক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হয়। পরে ওই ছাত্রের পকেট থেকে ধারালো অস্ত্রটি বের করেন তিনি। 

ঘটনার পরপরই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে অবহিত করেন শিক্ষক আলো রানী পোদ্দার। পরে প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানকে অবহিত করেন। এ সময় ইউএনওর নির্দেশে প্রধান শিক্ষক অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে বিদ্যালয় থেকে তাকে বহিষ্কারের নির্দেশ দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, ধারালো অস্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশের ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

দাগি অপরাধী গ্রেপ্তার নেই, উদ্ধার বেশি রড-লাঠি

বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু টাকার লোভে আন্দোলনে হত্যার মামলা বাবার

আমন সংগ্রহ লক্ষ্যমাত্রার ১০ শতাংশের কম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ইফতার ঘিরে মিলনমেলা

আতঙ্কের নাম গ্যাস বিস্ফোরণ

ঢাবি ছাত্রীকে হেনস্তাকারীর জামিনে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, চাকরিতে বহাল করলে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলা যুবদলের সভাপতিকে মারধর

খাম ছাড়া নারী দিবসের চিঠি, উপজেলা মহিলা কর্মকর্তাকে হুমকি