বন্দরে মাদক সেবনের টাকা না পেয়ে মা, বাবা ও ছোট ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাসেল নামের এক ছেলের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় এলাকায় এই ঘটনাটি ঘটে।
এ সময় আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাসেল পালিয়ে যায়। পরে রাসেলের মা নাজমা বেগমকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত মা নাজমা বেগম সোমবার দুপুরে রাসেলের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল বখাটে ছেলেদের পাল্লায় পরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই মাদকের টাকার জন্য বাড়িতে ঝগড়া এবং আসবাব ভাঙচুর করত। আজ সকালে মাদকের জন্য রাসেল তাঁর মা নাজমা বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তাঁর মাকে পিটিয়ে জখম করে। এ সময় রাসেলের বাবা রিয়াজ উদ্দিন ও ছোট ভাই ফয়সাল এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে রাসেল।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জিয়া বলেন, আজকে দুপুরে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মা। বিষয়টি মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি তদন্ত করছে।