Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

মাদারীপুরে সংঘর্ষে যুবক নিহত, দোকান ভাঙচুর ও লুটপাট

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সংঘর্ষে যুবক নিহত, দোকান ভাঙচুর ও লুটপাট

মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজারে দুপক্ষের সংঘর্ষে ইকবাল ব্যাপারী (৩২) নামে এক যুবক মারা গেছেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চরমুগরিয়া বাজার এলাকায় দুটি বসতঘরে আগুন এবং প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ইকবাল ব্যাপারী মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকার সোলেমান ব্যাপারীর ছেলে। তিনি কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় ইকবাল ব্যাপারীর মোটরসাইকেলের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একই এলাকার জিহাদ হাওলাদারের ধাক্কা লাগে। এ ঘটনার জেরে শনিবার রাতে চরমুগরিয়া বাজারে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে ইকবাল ব্যাপারী গুরুতর আহত হন। তাকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতরা মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নেন। 

এ ঘটনায় চরমুগরিয়া বাজার এলাকার দুটি বসতঘরে আগুন এবং প্রায় ১০টি দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, চরমুগরিয়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ ব্রাহমা গরুর খামারি সাদিক অ্যাগ্রোর ইমরান গ্রেপ্তার

মাদক মামলায় খালাস পেলেন ডা. ঈশিতা

ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উল্টে খাদে, নারী নিহত

রাখাল রাহার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, তদন্তে সিআইডি

কেয়া গ্রুপের দুই কারখানার ২২০০ শ্রমিক ছাঁটাই, প্রতিবাদে বিক্ষোভ

আন্দোলন প্রত্যাহার করে রাজধানী ছাড়ছেন প্রাথমিকের ৬৫৩১ শিক্ষক

অর্থ পাচার মামলায় অভিযুক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বরখাস্ত

সাভারে রোজায় কর্মঘণ্টা কমানোর দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মৃত্যুর আগপর্যন্ত আর রাজনীতি করবেন না: আদালতকে বললেন কামাল মজুমদার

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার: ফায়ার সার্ভিস