হোম > অপরাধ > ঢাকা

গোয়ালন্দে ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে তৈয়ব আলী (৭০) নামের এক ‘মানসিক ভারসাম্যহীন’ বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে পুলিশ গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এফকে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের বারান্দা থেকে ওই বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর তৈয়বকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, নিহত তৈয়ব আলী ঝালকাঠির নলছিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের বাসিন্দা। 

স্থানীয় কয়েকজন যুবক জানান, তাঁরা সকাল সাড়ে ৯টার দিকে পার্শ্ববর্তী সরকারি কামরুল ইসলাম কলেজ মাঠে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন এসে তাঁদের জানান এফকে টেকনিক্যাল কলেজের বারান্দায় ওই বৃদ্ধ পড়ে আছেন। এরপর তারা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। এর কিছুক্ষণ পর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

যুবকেরা বলেন, প্রায় ১ মাস ধরে ওই বৃদ্ধ কলেজটির বারান্দায় থাকতেন। ওখানেই রাতে ঘুমাতেন। যে যা দিত, তাই খেতেন। তবে তিনি কিছুটা ‘মানসিক ভারসাম্যহীন’ ছিলেন। শারীরিকভাবেও একেবারে দুর্বল ছিলেন। 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহ মো. শরিফ বলেন, মৃত বৃদ্ধের মাথায়, কপালে ও বুকে ধারালো অস্ত্রের ৩টি গভীর আঘাত রয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার আজকের পত্রিকাকে বলেন, বৃদ্ধকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ

জুমার নামাজের পর আরও উত্তাল শাহবাগ, বড় হচ্ছে জমায়েত