Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

গাড়িতে ঠাসা রাজধানীর রাস্তায় অস্ত্র দেখিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাড়িতে ঠাসা রাজধানীর রাস্তায় অস্ত্র দেখিয়ে ছিনতাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মোহাম্মদপুর থানার আসাদগেট এলাকার মিরপুর সড়কের গত মঙ্গলবার সন্ধ্যায় ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সন্ধ্যা নামার আগে আগে গাড়িতে পরিপূর্ণ রাস্তায় এমন ছিনতাইয়ের দৃশ্যে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাঁদের মধ্যে রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা জাদরান আসিফ নামের এক তরুণ। তিনি পুরো বিষয়টি ভিডিও করেন। পরে ফেসবুকে আপলোড করলে অল্প সময়ের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়।

দেড় মিনিটের ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ যানজটের মধ্যে ছোটাছুটি করছেন। তাঁদের হাতে ধারালো অস্ত্র।

ঘটনার বিষয়ে জানতে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় একটি বাসে করে বাসায় ফিরছিলাম। তখন সন্ধ্যা সাড়ে ৬টা। বাসটি আসাদগেট মোড়ে এসে থামলে কয়েকজন ছেলে আমাদের বাসের এক যাত্রীর মোবাইল টান দেয়। এই সময়ে তিনি চিল্লান দিলে ছেলেদের কোমরে থাকা ছুরি বের করে কোপ দেওয়ার চেষ্টা করে। এই সময়ে বাসের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই বাসের জানালা বন্ধ করে দেয়। এসময় অস্ত্র হাতে ছেলেগুলো সব বাসে হামলা করে ভাঙচুর করার চেষ্টা করে। এমন সময় ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয়, চালক গাড়ি দ্রুত টান দেন। ব্যস্ত রাস্তায় এমন ছিনতাইয়ের ঘটনা দেখে যাত্রীরা সব ভয়ে সিঁটিয়ে ছিলেন।’

পুরো ঘটনাটি ভিডিও করার চেষ্টা করেন আসিফ। তিনি বলেন, ‘ট্রাফিক সিগন্যাল ছাড়ার আগে পর্যন্ত ছেলেগুলো অস্ত্র দিয়ে বাসে অনেকবার আঘাত করে। তাদের সবার মুখে মাস্ক ছিল। আগে দেখেছি, বাসের জানালা দিয়ে মোবাইল ফোন টান দিয়ে দৌড় দেয়। কিন্তু গতকাল দেখলাম এভাবে ফল্মি স্টাইলে ছিনতাই করতে।’

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ওই ঘটনায় আমরা কাজ করছি। জড়িতদের ধরতে এরই মধ্যে মোহাম্মদপুর থানাসহ তেজগাঁও বিভাগের বিশেষ টিম কাজ করছে।’

মোহাম্মদপুরের এই ঘটনার বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচএম আজিমুল হক বলেন, ‘আমরা কাজ করছি। জড়িতদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

এমন অভিনব স্টাইলে ছিনতাই সম্ভবত এটিই প্রথম। তবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সমাজে কিশোর গ্যাং কালচারের কারণে ইয়ুথ ক্রাইমের সংখ্যা বাড়ছে। এই সব ঘটনা বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। কারণ আমাদের তরুণেরা অস্থির সময়ের মধ্যে আছে। নানা দিক দিয়ে আমাদের কাছে বিভিন্ন ধরনের সংস্কৃতির দেখা মিলছে। এসব আধুনিক ডিভাইস ও সংস্কৃতির কারণে আচরণগত ব্যাপক পরিবর্তন এসেছে। আমাদের তরুণ সমাজ যেখানে থাকার কথা ছিল তারা সেখান থেকে সরে গেছে। এজন্য সামাজসহ বিভিন্ন বিষয় দায়ী।’

ছিনতাই সম্পর্কিত আরও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ