Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

১০ হাজার মাদক কারবারির তালিকা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ হাজার মাদক কারবারির তালিকা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর

সারা দেশে ১০ হাজার মাদক চোরাকারবারির তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সবুর মণ্ডল। তিনি বলেছেন, ‘এই তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তালিকা ধরে ধরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার সমন্বিত কর্মপরিকল্পনায় প্রণয়নে এক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের ভয়াবহ থাবায় পড়েছে। দেশের সীমান্তবর্তী দুই দেশ থেকে এই মাদকদ্রব্যগুলো দেশে প্রবেশ করছে। যার মধ্যে ইয়াবা, ফেনসিডিল, গাঁজার পরিমাণ সবচেয়ে বেশি। দেশের মাদকসেবী ৬০ / ৭০ লাখ হলেও চোরাচালান করছে ১০ হাজার ব্যক্তি। তাঁদের ধরতে তালিকা প্রস্তুত করা হয়েছে।’ 

আব্দুস সবুর মণ্ডল বলেন, ‘কক্সবাজার পরে শহর বা জেলা হিসেবে ঢাকায় মাদক চোরা চালন বেশি হয়। এখানে কারবারির সংখ্যাও বেশি। ডিএনসির তথ্য অনুযায়ী ২০২১ সালে অনন্ত ৬২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এ শহর থেকে।’ তবে মাদকদ্রব্য অধিদপ্তরের ডিজির দাবি, যা উদ্ধার হয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি মাদক রয়েছে এ বিভাগে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানসহ সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকেরা। 

স্বরাষ্ট্র উপদেষ্টার পদচ্যুতি চাই: ঢাবি অধ্যাপক

নরসিংদীতে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

সামিট গ্রুপের ১৯১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রুপার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্রীপুরে ২ শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

মাদারীপুরে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ