Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

উত্তরায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

উত্তরায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ 

রাজধানীর উত্তরায় ইয়াবাসহ মো. আইয়ুব নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, গতকাল বুধবার রাত ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুর চেকপোস্ট থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মাদক ব্যবসায়ীকে আজ সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। 

আজ দুপুরে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আব্দুল্লাহপুরে চেকপোস্ট পরিচালনাকালে ৯০০ পিস ইয়াবাসহ আইয়ুব নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উত্তরা এলাকায় মাদক ব্যবসা করছিল। 

রামপুরায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

উপমহাদেশের প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ ডা. টি এ চৌধুরী মারা গেছেন

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

রাতে ধর্ষণবিরোধী মঞ্চের মশাল মিছিল, ট্রাইব্যুনাল গঠনসহ পাঁচ দফা দাবি

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে