Ajker Patrika
হোম > অপরাধ > ঢাকা

পাত্রী দেখতে ১০ জুন বাড়ি যাওয়ার কথা ছিল বারীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাত্রী দেখতে ১০ জুন বাড়ি যাওয়ার কথা ছিল বারীর

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ চ্যানেলের সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ আবদুল বারীর ১০ জুন গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। ছয় ভাইবোনের মধ্যে দ্বিতীয় বারী বিয়ে করেননি। কথা ছিল শুক্রবার সাবেক সহকর্মী ও খালাতো ভাই সোহেল রানাকে নিয়ে সিরাজগঞ্জ যাবেন। পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ঠিক করে রাখা পাত্রী দেখবেন। এর আগেই আজ চিরতরে গ্রামে ফিরছেন বারী।

বারীর কর্মস্থল ডিবিসি নিউজ থেকে জানা গেছে, চোখের অপারেশনের কারণে শারীরিকভাবে অসুস্থ থাকায় জুন মাস শেষে বিনা বেতনে কয়েক মাসের ছুটিতে যেতে চেয়েছিলেন বারী। সুস্থতার জন্য ছুটিতে আর যাওয়া হলো না। 

আজ বুধবার সকালে রাজধানীর গুলশান হাতিরঝিল লেক পাড় থেকে আবদুল বারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে নিজ কার্যালয়ে গুলশান বিভাগ পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘রাজধানীর গুলশান থানার নিকেতন এলাকার হাতিরঝিলের লেকের পাড়ে একটি মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহতের পরিচয় নিশ্চিতের পাশাপাশি দেখতে পাই গলায় ও বুকের নিচে আঘাতের চিহ্ন।’ 

এটি একটি হত্যাকাণ্ড উল্লেখ করে গুলশান জোনের ডিসি আরও বলেন, ‘যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সে স্থানটি অনেক নীরব। প্রাথমিকভাবে ধারণা করছি, চার থেকে পাঁচ ঘণ্টা আগে তাঁকে হত্যা করা হয়েছে। বারী ঘটনাস্থলে কেন এসেছেন বা কার সঙ্গে এসেছে জানতে কাজ করছি। কেন বা কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তাদের গ্রেপ্তারে আমরা চেষ্টা করছি।’ 

এই হত্যার কারণ জানতে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে কি না, জানতে চাইলে ডিসি নাজমুল হাসান বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তির পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহে কাজ চলছে। কীভাবে তিনি ঘটনাস্থলে এসেছেন বা কারা নিয়ে এসেছে, সেটা জানার চেষ্টা চলছে।’ 

এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে গুলশান বিভাগের এডিসি নাজমুল হাসান ফিরোজ জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বারীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকেরা। প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে পরে সে বাঁচার জন্য পানিতে নামেন। কারণ, তাঁর জামাকাপড় ভেজা ছিল। পরে বারী আবার লেকপাড়ে উঠে এলে তাঁকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। তাঁর মরদেহের পাশ থেকে এ সময় রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

গুলশান থানা সূত্রে জানা গেছে, আবদুল বারী মঙ্গলবার রাত ১২টার দিকে কোনো এক ব্যক্তির ডাকে বাসা থেকে বের হন। এরপর মধ্যরাতের কোনো একসময়ে তাঁকে হত্যা করা হয়। 

মিষ্টভাষী সহকর্মীকে হারিয়ে শোকাহত ডিবিসির সিনিয়র প্রডিউসার মো. সাফায়েত হোসাইন জানান, আবদুল বারী চলতি বছরের জানুয়ারিতে ডিবিসিতে সিনিয়র প্রোডাকশন এক্সিকিউটিভ পদে যোগ দেন। এরপর থেকে তিনি দক্ষতার সঙ্গে কাজ করছিলেন। অত্যন্ত নম্র ও ভদ্র। তাঁর সঙ্গে কর্মস্থলে কারও কোনো শত্রুতা নেই। 

সাফায়েত আরও বলেন, ‘ডিবিসিতে যোগ দেওয়ার আগে আবদুল বারীর চোখের অপারেশন হয়েছিল। যার কারণে তিনি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন। তখন আমরা তাঁকে বুঝিয়েছি চাকরি না ছেড়ে বিনা বেতনে ছুটি নিতে। এই মাসের শেষে সুস্থতার জন্য কিছুদিনের জন্য ছুটিতে যাওয়ার কথা ছিল।’ 

আবদুল বারীর দুলাভাই আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার শ্যালকের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। সে অত্যন্ত নম্র ও ভদ্র। রোজার ঈদে বাড়িতে তার সঙ্গে আমার সবশেষ দেখা হয়েছে। এরপর দু-একবার মোবাইলে কথা হয়েছে। ঈদের সময়ে বাড়িতে যখন দেখা হয়েছে তখন তার মন খারাপ দেখেছি। তবে কী বিষয়ে মন খারাপ সেটি বলেনি।’ 

বারীর সাবেক সহকর্মী ও খালাতো ভাই মোহনা টিভির প্রডিউসার সোহেল রানা বলেন, ‘আবদুল বারী দীর্ঘদিন আমার সহকর্মী হিসেবে কাজ করেছে। একজন সহকর্মী হিসেবে বলতে পারি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কাজের মধ্যে সব সময় নিজেকে ব্যস্ত রাখতেন। নামাজ-রোজা রাখতেন। ডিবিসি টেলিভিশনে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি মিরপুর এলাকায় থাকতেন। গত ফেব্রুয়ারির ১ তারিখ তিনি মিরপুর ছেড়ে মহাখালী এলাকায় একটি মেস বাসায় ওঠেন। তবে বাসটি আমি চিনি না।’ 

সোহেল রানা আরও বলেন, ‘১০ জুন বাড়ি যাওয়ার কথা ছিল আবদুল বারীর। গতকাল মঙ্গলবার আমার সঙ্গে সবশেষ কথা হয় তার। বারী আমাকে বলেছিল, বাড়িতে তার বাবা-মা মেয়ে দেখেছে। বেতন পাওয়ার পর আমাকে নিয়ে মেয়ে দেখতে বাড়ি যাবে। সকাল বেলা এই খবর পেলাম।’ 

আবদুল বারী মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি থেকে বিএসসি শেষ করেছেন। চাকরিসূত্রে মহাখালীর ওয়্যারলেস এলাকার মাদ্রাসা রোডের একটি মেসে থাকতেন। বাসাটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। তিন ভাই ও তিন বোনের মধ্যে আবদুল বারী মেজো। পিতা আবদুল্লা শেখ ও মা আলেয়া খাতুন সিরাজগঞ্জ সদরে থাকেন।

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল