শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সে।
ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. মাসুদ মিয়ার মেয়ে। সে বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের একটি দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকায় তাঁর ফুপুর বাড়িতে আত্মগোপনে ছিল বখাটে যুবক মামুন।
শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে র্যাব-১ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়ন কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে মামুন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বরামা গ্রামের বালুমহাল এলাকায় এ ঘটে।