হোম > অপরাধ > ঢাকা

কলেজছাত্রীকে ছুরিকাঘাতে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সে। 

ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. মাসুদ মিয়ার মেয়ে। সে বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের একটি দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

তিনি আরও বলেন, শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকায় তাঁর ফুপুর বাড়িতে আত্মগোপনে ছিল বখাটে যুবক মামুন। 

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে র‍্যাব-১ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়ন কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে মামুন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বরামা গ্রামের বালুমহাল এলাকায় এ ঘটে। 

গ্রামীণ ফ্যাব্রিকসে অগ্নিসংযোগ: অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে মামলা

সখীপুরে ব্যবসায়ীর জবাই করা লাশ উদ্ধার

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জুলাই গণ-অভ্যুত্থান: আহতদের কনসালট্যান্সিতে ব্যয় ২৫ কোটি টাকা

বিচার বিভাগের স্বাধীনতায় বাধা সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, হাইকোর্টে শিশির মনির

পিলখানা হত্যাকাণ্ড: কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেলেন ৪১ বিডিআর জওয়ান

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দুদকের মামলা

‘১৬ বছর পর ছেলেকে বুকে টেনে নিয়ে খুব আনন্দ হচ্ছে’

২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ

ভবন ও ফ্ল্যাটসহ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

সেকশন